• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের আরো সতর্ক হওয়ার সময় এসে গেছে। কারণ তাদের জন্য রয়েছে কিছু বিপদের ইঙ্গিত! কয়েকটি ভুল করলে আপনার মেসেজ পড়তে পারে অন্য কেউ। মানে এক দম অপরিচিত কেউ। আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে এর ফলে।
>> প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করতে ভুলবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, আগের নম্বরের হোয়াটস অ্যাপ ডিলিট করতে হবে। না হলে সেই নম্বরে পাঠানো সব মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন।

>> সেই কারণে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন করার কথা বলেছেন প্রযুক্তবিদেরা। তারা বলছেন, এই পদ্ধতি থাকলে অন্যের হাতে অ্যাকাউন্ট পড়া সম্ভব নয়।

>> ফলে এক বার কোনো ব্যবহারকারী যদি ফোন পরিবর্তন করেন দ্রুত, তাহলে তাকে প্রথমেই যেটি করতে হবে, সেটি হল আগের হোয়্যাটস অ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করা। ডিলিট করে দেওয়া থাকলে আর কোনো অসুবিধা হবে না।

>> তার আগে ডেটা ট্রান্সফার করে নিতে হবে, তাতে অনেকটা ঝামেলা কমবে। আর টু-স্টেপ ভেরিফিকেশন থাকলে দীর্ঘদিন একটি অ্যাকাউন্ট অব্যবহৃত থাকলে একটি কোড চায় সংস্থা, তাতেও আপনার মেসেজ অনেকটা সুরক্ষিত থাকে।