• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তথ্য ফাঁসের বিষয়ে নোটিফিকেশন দেবে না ফেসবুক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আবারও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ নিয়ে আলোচনা ত‌চ্ছে সর্বত্র। প্রশ্ন উঠেছে, নিজের তথ্য ফাঁস হয়েছে কিনা, বা এ বিষয়ে ফেসবুক নোটিশ দেবে কিনা! এসব প্র‌শ্নের জবাব দিয়েছে সোশ্যাল মি‌ডিয়া জায়ান্ট‌টি।

বুধবার ফেসবুক এক ঘোষণায় জানিয়েছে, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাদেরকে কোনো নোটিফিকেশনের মাধ্যমে এ ব্যাপারে জানানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

যদিও এই তথ্য বেহাতের ঘটনাটি ঘটে মূলত ২০১৯ সালের সেপ্টেম্বরে। কিন্তু এসব তথ্য হ্যাকার গোষ্ঠী অনলাইনে উন্মুক্ত করেছে সম্প্রতি। ফেসবুক ব্যবহারকারীর আইডি, ব্যক্তিগত তথ্য (জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা), ফোন নম্বর ও ইমেইল একটি অনলাইন ডেটাবেজ প্লাটফর্মে হ্যাকাররা প্রকাশ করে দিয়েছে।

এদিকে তথ্যগুলো পুরোনো ডেটাসেটের অংশ বলে জানিয়েছে ফেসবুক, যা ২০১৯ সালেই সমাধান করা হয়েছে দাবি করা হচ্ছে। তবু এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।

ফেসবুকের দাবি, (এই হ্যাকিংয়ের ঘটনার পর) দেড় বছর আগেই নিরাপত্তার ফাঁকফোকরগুলো সনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবহারকারীদের সংখ্যার দিকথেকে দেশভেদে বাংলাদেশের অবস্থান ১১তম। এই ঘটনায় বাংলাদেশের ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জনের তথ্য ফাঁস হয়েছে।