• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ফখরুলের আল্টিমেটামে ‘কিছুই ছেড়া গেল না’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

বিএনপি সাজাপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ৪৮ ঘন্টার মধ্যে ইতিমধ্যে ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু এ পযর্ন্ত তাদের কোনো কার্যক্রমই লক্ষ্য করা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই আল্টিমেটাম ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ ছাড়া কিছুই নয়। এই আল্টিমেটামে কারোর কিছুই ছেঁড়া যাবে না।

এদিকে সরকার এই দাবির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি নিতে গেলে আদালতের শরণাপন্ন হতে হবে এবং আদালতের মাধ্যমেই তিনি বিদেশে যাওয়ার অনুমতি পেতে পারেন।

আর এরকম বাস্তবতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে বিএনপি কি করতে চাচ্ছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানারকম আলাপ আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম জিয়াকে নিয়ে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনে খালেদা জিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা।

শুধু তাই নয়, দলটির একটি মহলের মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একধরনের উৎসাহ এবং চাঞ্চল্য রয়েছে। তারা মনে করছেন, যদি শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আন্দোলনের গতি বাড়ানো সম্ভব হবে। তাই আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতারা মনে করছে, খালেদার কিছু হলে আন্দোলনে হয়তো একটা গতি আসবে।

বিএনপির একাধিক নেতা মনে করেন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম- ফাঁকা আওয়াজ। সরকারকে বাধ্য করার মতো কোনো পরিকল্পনা বা খালেদার বিদেশে চিকিৎসা ইস্যুতে কঠোর আন্দোলনে যাওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা তৈরি হয়নি বিএনপির। তাই পরবর্তী ২৪ ঘন্টাও পার হয়ে যাবে। কোনো ফল আসবে না।