• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে জমি অধিগ্রহনের চেক পেলেন ২০ টি পরিবার। শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রায় সাড়ে ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচরের কুতুবপুরে 'শেখ হাসিনা ইনস্টিটিউড অব ফ্রনটিয়ার টেকনোলজি' নির্মানের জন্য ৭০ একর জমি
অধিগ্রহন করা হয়েছে। জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে ক্ষতিপূরণের চেক। শনিবার ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারের হাতে প্রায় সাড়ে ৬ কোটি টাকার চেক তুলে দেয়া হয়। নিজ এলাকায় বসে ক্ষতিপূরণের চেক পেয়ে আনন্দিত বলে জানান ক্ষতিগ্রস্থরা।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম,শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহবুবা ইসলাম, শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াজুল আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লাসহ অন্যরা।