• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানে পুলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তর। রোরিবার (২২ অক্টোবর) সকালে শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সফিকুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীর মাদারীপুর ও শরিয়তপুর অংশে অভিযান পরিচালনা করা হয়।  পুলিশে অভিযান টের পেয়ে নদী থেকে ইলিশ ধরার ট্রলার নিয়ে সরে যায় জেলেরা। এ সময় এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করে নৌপুলিশ। অভিযানে নৌপুলিশের পাশাপাশি অংশ নেয় শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম ছাড়াও অংশ নিয়েছে চরজানাজান ও মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
শিবচর চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ওসি মোঃ সফিকুর রহমান খান জানান, এখন পর্যন্ত শিবচরে ইলিশ ধরার অভিযানে মোট ২২টি মোবাইল কোট পরিচালনাসহ ৩টি মামলায় ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।