• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৪টি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে চুরিকৃত ৪ টি গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ আগষ্ট) ভোরে মাদারীপুর সদর থানার শ্রীনদী এলাকা থেকে গরুসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড এর আলমদস্তার এলাকার আবুল মুন্সীর ছেলে ইসারত মুন্সী(২৮) এবং সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের থানতলী এলাকার  মৃত আনোয়ার খানের ছেলে রাকিব খান(৩২)।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর এলাকার আনছার মাতুব্বর এবং ফারুক চৌধুরীর গোয়ালঘর থেকে গাভীসহ চারটি গরু চুরি করে চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। আশেপাশের হাট-বাজারে খোঁজা-খুঁজি করে গরুর সন্ধান করতে না পেরে সোমবার শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক মিয়া সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শিবচর শ্রীনদী এলাকা থেকে গরুসহ দুইজনকে গ্রেফতার করে। গরু চুরির পর দূর-দূরান্তের হাট-বাজারে নিয়ে এই সকল গরু বিক্রি করে থাকে এই চোরচক্র।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘গরু চুরির অভিযোগ পাওয়ার পরই আমাদের পুলিশের টিম মাঠে নামে। এবং আমরা গরুসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। শিবচর থেকে এই গরু চুরি করে জেলার অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করছিল এই চোরচক্র। এরা ইতোপূর্বে আরও গরু চুরি করেছিল এই উপজেলা থেকে। এদের সাথে আরও সদস্য রয়েছে। আমরা চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’