• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

বিএনপিদের ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

মাদারীপুরের সাংসদ,  বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি  শাজাহান খান বলেন, বিএনপিসহ অনন্য দলকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না, তারা বিগত দিনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল, যার হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। আসুন আমরা আগামী দিনেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় এনে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অব্যাহত রাখি। রাজৈর উপজেলায় এমপির নিজ বাসভবনে দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

এসময় রাজৈর উপজেলার আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।