• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

স্বাধীনতার সময়ও রাজাকার ছিল এখনো রাজাকার থাকবে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু নির্মানের পর আমরা আরো বড় বড় মেঘা প্রকল্প করতে যাচ্ছি। এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কনভেনশন সেন্টার প্রকল্প নির্মিত হবে। ওই একটা কনভেনশন সেন্টারের মধ্যে প্রায় ১০ হাজার মানূষের ধারন ক্ষমতা হবে। স্বাধীনতার সময়ও রাজাকার ছিল এখনো রাজাকার থাকবে। কিন্তু আমাদের পিছিয়ে থাকলে হবে না। এর মধ্য দিয়ে দিয়ে স্বাধীনতার পক্ষের লোকদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে ২শ ৭৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব, ২৫ জন  দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, ২০ জন দুরারোগ্য এবং জটিল রোগীদের মাঝে এককালীন আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

অনুষ্ঠানগুলোতে সদ্য যোগদানকৃত মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,  পুলিশ সুপার মো: মাসুদ আলম (বিপিএম) বার পিপিএম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।