• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সরকারি জমির মাটি কেটে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোয়াজ্জেম খান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কালকিনির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।

জানা যায়, কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পার্শ্ববর্তী একটি ইটভাটায় বিক্রি করছিলেন উপজেলার বাশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মৃত আদালত খানের ছেলে মোয়াজ্জেম খান।পরে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।

এছাড়াও বাশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বাজারে দুটি দোকান মালিককে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।

এ বিষয়ে কালকিনি সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান বলেন," ক শ্রেণীর সরকারি জমি হতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।এছাড়া নিয়মিত অভিযানের ভিত্তিতে খাসেরহাট বাজারের দুটি দোকান মালিককে অনুমোদন ছাড়া জ্বালানী তৈল ও গ্যাস বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।প্রাথমিক পর্যায়ে তাদের সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।