• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এমদাদুল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সুতারকান্দি বাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. এমদাদুল হক রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার মো. সাহেব আলী ফকিরের ছেলে।
রাজৈর থানা-পুলিশ জানায়, ঢাকার ধানমন্ডি থানায় ১৯৯৬ সালে একটি ডাকাতির মামলায় আসামি ছিলেন এমদাদুল। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ১৫ অক্টোবর ২০১৯ সালে এই মামলায় আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এমদাদুল তার নিজ এলাকায় অবস্থান করছে। পরে রাজৈর থানার পুলিশ সুতারকান্দি বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, একটি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. এমদাদুল হক দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তাকে ধরতে এর আগেও অনেক চেষ্টা করেছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।