• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছর পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নজরুল শেখ। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে। শনিবার(১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ২০২১ সালের ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের বাসিন্দা দাদন চোকদার শিবচর বাজার থেকে অটোতে বাড়ি ফিরছিলেন।

একই গ্রামের সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দাদন চোকদারের শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করে। ওই দিনই নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। দাদন হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জন আসামীকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা প্রধান আসামি নজরুল শেখকে গ্রেফতার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন  বলেন,'শনিবার রাতে ঢাকা থেকে আসামি নজরুল শেখকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'