• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

রাজৈরে ৩৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

মাদারীপুরঃ মাদারীপুর জেলার রাজৈরে ৩৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর। আটককৃতরা হলো রাজৈরের ঘোষালকান্দি এলাকার মৃত অহিদ বেপারীর ছেলে মো.আল আমিন বেপারী(৩৪) তার স্ত্রী লায়লা বেগম(৩০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বিরেন বৈদ্যের ছেলে বিবেক বৈদ্য(৪০)।

শনিবার(২৬ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রাম থেকে গাঁজাসহ তাদের আটক করে র‌্যাব।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে,' র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে শনিবার বিকেলে জেলার রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের সাইদুল শেখ(৫০) এর পরিত্যক্ত বাড়ির রান্নাঘর থেকে ৩৮ কেজি গাঁজা এবং এক নারীসহ তিনজনকে আটক করে র‌্যাব।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছে। তাদের আলামতসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।