• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে মতবিনিময় সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ অক্টোবর) বিকেলে উপজেলা পদ্মাতীরবর্তী কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির অায়োজনে সভায় স্থানীয় প্রায় তিন শতাধিক জেলে উপস্থিত ছিলেন।


জানা গেছে, আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম থাকায় পদ্মাসহ দেশের সকল নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। শিবচরের পদ্মানদীতে এ সময় প্রচুর ইলিশের আগমন ঘটে। মা ইলিশ রক্ষায় প্রতি বছরই কঠোর অবস্থানে থাকে শিবচর প্রশাসন। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ ইলিশ সংরক্ষণে নৌপুলিশ ফাঁড়ি মতবিনিময় সভার আয়োজন করে।


সভায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহানুর অালী, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দীন সোহেল বেপারী উপস্থিত ছিলেন।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রাজিবুল ইসলাম জানান,'ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়া এ সময়ে তালিকা করে জেলেদের চাল,ডালসহ অন্যান্য সুবিধা বরাবরের মতো দেয়া হবে।'


উপজেলা মৎস অফিস  জানিয়েছে, পদ্মা তীরবর্তী শিবচরের কাঁঠালবাড়ী, চরজানাজাত, মাদবরেরচর, বন্দরখোলা ইউনিয়নে প্রায় তিন হাজার জেলে রয়েছে। শীঘ্রই এসকল জেলেদের মধ্যে বরাদ্দ আসবে। ৪০ থেকে ৮০ কেজি করে চাল দেয়া হবে প্রতিটি জেলে পরিবারে।