• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিবচরে ২২ জেলে আটক, ১৯ জনের কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত, ২ জনকে ৫ হাজার করে জরিমানা ও ১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আটককৃতদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক। এছাড়াও শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম. রাকিবুল হাসান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামানসহ শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

শিবচর উপজেলা মৎস অফিস সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের টিম। নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে এ সময় আটক করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামান জানান,'শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে ২২ জন জেলেকে আটক করা হয়। আটককৃতের মধ্যে ১৯ জনকে ৭ দিন করে সাজা দেয়া হয়।'