• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মো. ইব্রাহীম নামের একজন পাইকারি ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি আদা উচ্চ মূল্যে বিক্রি করার দায়ে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস এ জরিমান করেন।

পুলিশ ও ভোক্তা অধিকারের সুত্রে জানা গেছে, পৌর এলাকার মজিদ বাড়ি (ভূরঘাটা) বাজারের পাইকারি (আড়ত) ব্যবসায়ি মো. ইব্রাহীম সিন্ডিকেট করে উচ্চ মূল্যে আদা বিক্রি করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা ভাক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউসের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা থাকায় ওই ব্যবসায়িকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। 

এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস বলেন, ‘পাইকারি ব্যবসায়ি ইব্রাহীম উচ্চ মূল্যে আদা বিক্রি করার দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার দ্রব্য নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান চলামন থাকবে।’