• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন হবে: আইনমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
শেখ হাসিনা সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এজন্য বিচার বিভাগ স্বাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বিচার বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা পরিদর্শণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সেই কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমী বাংলাদেশে স্থাপন করা হবে। পদ্মা সেতুর পাড়ে সুন্দর জায়গা পাওয়া গেছে। এজন্য মাদারীপুরের শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমী করার চিন্তাভাবনা করছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরীসহ অনেকেই।