• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিবচরে জনতার পুলিশ কার্যক্রম শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

শিবচর প্রতিনিধিঃ

প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া ও পুলিশের সাথে জনগনের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে শিবচরে জনতার পুলিশ কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে থানায় আসতে অনেক সময় ভয় পায়। আবার ঝামেলা মনে করেও অনেকে থানায় আসতে চায় না। ফলে অনেক অপরাধ মুখ বুঝেই সহ্য করে গ্রামের সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে ও জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করার লক্ষ্যে শিবচর থানা পুলিশের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে শুরু হয়েছে জনতার পুলিশ কার্যক্রম।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামে জনতার পুলিশ কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশ কর্মকর্তারা সাধারন মানুষের বিভিন্ন সমস্যা শুনেন ও বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এদিন এ গ্রামের মানুষের পক্ষ থেকে ৩ টি সাধারন ডায়রি ও ১ টি অভিযোগ দায়ের করা হয়।

এর আগে শিবচর ইউনিয়নের কাজ শুরুর মাধ্যমে জনতার পুলিশ কার্যক্রম শুরু হয়। এসময় সহকারী পুলিশ সুপার ইব্রাহিম, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন। শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন , আমরা প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম শুরুর সাথে সাথে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামেই এই কার্যক্রম পরিচালিত হবে।