• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে

র‌্যাব-৮ এর অভিযানে শিবচরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাতি মামলার এজাহারভূক্ত ০৭টি মামলার আসামী ও চরমপন্থী দলের কালো বাহিনীর নেতা পলাশ মাতব্বর(৪৫) কে গ্রেফতার করেছেন র‌্যাব-৮। পলাশ মাদারীপুর জেলার শিবচর থানার বাঘমারা গ্রামের দাদন মাতব্বরের ছেলে।

আজ সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৮ অক্টোবর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাগমারা এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশী করে তার হেফাজতে রাখা ১৯৭ পিস ইয়াবা, ০২টি পিস্তল, ০৯ রাউন্ড এ্যামোনিশন ও ০৪টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অপহরন, খুন এবং ডাকাতি করে আসছে। খুন করার পর সে ভারতে চলে যায় এবং ভারতে কিছুদিন অবস্থানের পর পুনরায় তার নিজ এলাকায় এসে খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যকালাপ করে। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টিকরে। এ সংক্রান্তে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ০৭টি মামলা রয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর জেলার শিবচর থানায় ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মামলা রুজু করেন।
এদিকে আসামী পলাশ মাতব্বর(৪৫) গ্রেফতার হওয়ায় স্থানীয় সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করে।