• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে মাদকসহ গ্রেপ্তার ২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

মাদারীপুরঃ
মাদারীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩২৮টি ইয়াবার বড়ি ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রোববার বেলা ১১টা দিকে মস্তফাপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মস্তফাপুর এলাকার মৃত মোহাম্মদ মাতুব্বরের ছেলে গোলাম মাওলা (৪৫) ও আমবাড়ি এলাকার খলিল সরদারের ছেলে খবির সরদার (৩০)। উদ্ধার হওয়া মাদকসহ আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের মাদক কেনাবেচা করতো গোলাম মাওলা। তার সহযোগি হিসাবে মাদক সরবারহের কাজ করতো খবির। রোববার সকালে মস্তফাপুর বাসষ্ট্যান্ডে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গোপনে অভিাযান চালায় র‌্যাব। অভিযানে গোলাম ও খবিরকে আটক করে র‌্যাব। পরে তাদের শরীর তল্লাসি করে ৩২৮টি ইয়াবার বড়ি ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,  আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। র‌্যাব বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’