• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে এক অবৈধ ব্যবসায়িকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ কারদন্ড ঘোষনা করেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন  ।

জানা যায়, মোঃ আব্দুল কাইয়ুম-(৩৪) নামক এক ব্যাক্তি দোকানে দোকানে গিয়ে গোপনে রেজিস্টার্ড বিহীন কোম্পানি ও নম্বর ছাড়া অবৈধ ওষুধ বিক্রি করছেন। এমন সংবাদে পূর্ব এনায়েত নগর উপজেলার কালাই সরদারের চড় এলাকা হতে তাকে আটক করা হয়। পরে কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ওষুধ গুলোর সিজার লিস্ট করেন। আলামত হিসেবে কিছু রেখে বাকিগুলা ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং ওষুধ আইন ১৯৪০ এর ৩৭ ধারার বিধান মোতাবেক ওই ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন বলেন, অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।