• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

শিবচরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শত কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব  কৃষি উপকরণ বিতরণ করা হয়।
শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়  রবি মৌসুমে  এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে ৩ মৌসুমের ২১ ধরনের  বীজ, ৬ টি ফলের চারা, ১ টি বীজ সংরক্ষণ পাত্র, ২০ কেজি জৈব সার,১০ কেজি রাসায়নিক স্যার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: সাকিব খানসহ উপজেলা প্রসাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।