• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

কালকিনিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার প্রান্তীক জেলের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে কালকিনি উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলে পরিবারের মাঝে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সন্ধিপন মজুমদারের সভাপতিত্ব প্রধান অতিথি জেলেদের হাতে গাভী প্রদান করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রান্তীক নিবন্ধীত জেলের মাছে ১টি করে গরু বিতরণ করেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তীক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।