• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ মে ২০২৪  

মাদারীপুরের কালকিনিতে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার কামাল শিকদারের ছেলে নাজমুল শিকদার (২৪) ও  একই এলাকার জহির হওলাদারেরে ছেলে শাওন হাওলাদার (২৮)। তাদের দুজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালকিনি থানা পুলিশের সূত্র জানায়, কালিগঞ্জ বাজারে একটি চোরাই ইজিবাইক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক চন্দ্র সাহার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই ইজিবাইক নিয়ে পাঠানোর সময় নাজমুল ও শাওনকে গ্রেপ্তার করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলাহ আল মামুন বলেন, এই চক্রটি ইজিবাইক চালকদের অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় কালকিনি থানায় পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।