• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

শিবচরে পুলিশের অস্ত্র লুটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে প্রায় দুই যুগ পরে পুলিশের অস্ত্র লুট করার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকা তোবারক শিকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম তোবারক শিকদার (৪৫)। তিনি পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা এবং ২০০০ সালে শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ি লুটের অন্যতম আসামি। তোবারক শিকদার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামের বেলায়েত শিকদারের ছেলে।

শিবচর থানা পুলিশের সূত্র জানায়, ২০০০ সালে দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশের অস্ত্র লুট করে নিয়ে পালিয়ে যায় পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্যরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করে। মামলায় ১২ বছরের সাজা হয় তোবারকের। মামলার শুরু থেকেই পলাতক ছিল তোবারক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন তোবারেক নিখলী ইউনিয়নে অবস্থান করছে। পরে  নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) হরিদাস রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল চর কামারকান্দি এলাকার অভিযান চালায়। এ সময় একটি চরাঞ্চলে আত্মগোপণ করা অবস্থায় তোবারককে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকার পর সাজাপ্রাপ্ত আসামি তোবারক শিকদার পুলিশের হাতে ধরা পড়ে। শনিবার দুপুরে আইনীপ্রক্রিয়া শেষে মাদারীপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে শিবচরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।