• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান একত্রে লড়াই করেছিল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, সবাইকে স্বাধীনতার ইতিহাস বুকে ধারন করতে হবে। কারণ এদেশে স্বাধীনতা অর্জনের জন্য মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এক কাতারে দাড়িয়ে লড়াই করেছিলাম। এদেশের মাটি মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানের রক্তে লাল হয়েছিল।

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লিটন খানের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।