• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে চুরি হওয়া ১৪টি ব্যাটারিসহ গ্রেপ্তার ১

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত চোরাইকৃত ১৪টি ব্যাটারিসহ মারুফ শেখ (১৮) নামে এক  তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ একই এলাকার নান্নু শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল কোম্পানীর টাওয়ার থেকে ব্যাটারি চুরি বিক্রি করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে চালায় জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দিকী এবং উপপরিদর্শক আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ঘোষালকান্দি এলাকার খালিয়া সড়কের মাহাবুব শেখের মালিকানাধীন ইজিবাইক তৈরির কারখানার ভেতর তল্লাসী করে মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত চোরাই বিভিন্ন ক্যাটাগরির ১৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারুফ শেখ নামে এক তরুণকে আটক করা হয়।
মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দিকী বলেন, ব্যাটারি চুরির ঘটনায় দুজনকে আসামি করে রাজৈর থানায় মামলা দায়ের করেছে ডিবি। একজন গ্রেফতার হলেও পলাতক রয়েছে এজাহারনামীয় আরও এক আসামি। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার মারুফকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দীর্ঘদিন এই চক্রটি বিভিন্ন এলাকার মোবাইল কোম্পানীর টাওয়ারের ব্যাটারি চুরির পর বিক্রি করে আসছে। এই চক্রটি শুধু জেলা নয়, জেলার বাইরে একই কাজ করে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে।