• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

টমেটো কেনা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪  

মাদারীপুরের শিবচরে দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত শাকিল মাতুব্বর (১৮) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে মারা গেছেন। এর আগে, রোববার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।
পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২০ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়। নিহত শাকিল শিবচরের কাদিরপুর ইউনিয়নের ওকেলউদ্দিন মুন্সীকান্দি গ্রামের বাচ্চু মুন্সীর ছেলে।

জানা গেছে, গত রোববার বিকেলে কাদিরপুরে বাজার থেকে টমেটো কেনার সময় স্থানীয় ফারুক মুন্সীর সঙ্গে প্রতিপক্ষ বাসার মৃধার কথা কাটাকাটি হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো ছুরি দিয়ে শাকিলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় শাকিলকে ঐদিনই ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে শাকিলের মৃত্যু হয়।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, এ ঘটনায় শিবচর থানায় উভয় পক্ষের দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।