• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে অবৈধ বাজার উচ্ছেদ করেছে প্রশাসন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৪  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী টেকেরহাট বন্দরের মাছ ও মাংস বাজার উচ্ছেদ করা হয়েছে। আজ দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় দুটি টল ঘর ও ৩ টি দোকান ঘর ভেকু দিয়ে ভেঙে দেয়া হয়। এতে  প্রায় একশত ছোট-বড় মাছ ও মাংস ব্যাবসায়ীরা উচ্ছেদ অভিযানের আওতায় পড়েছে।

জানা যায়, রাজৈর পৌরসভার পক্ষ থেকে ঐতিহ্যবাহী টেকেরহাট বন্দরের মাছ ও মাংস বাজারের পুরাতন টলঘর ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়। পরে টলঘরের জায়গা ব্যক্তিমালিকানা দাবিকৃত বাবু হাওলাদারসহ ব্যাবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এর দীর্ঘদিন পর মাইকিং করে  পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা ও মেয়রের উপস্থিতে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ বলেন, বাজারের টল ঘর পৌরসভার মধ্যে। তাই কিচেন মার্কেট করার জন্য দুই টল ঘরের মাঝে থাকা দোকান ও টল ঘর দুটি ভাঙ্গা হয়েছে। পুরোটা একটা সেট করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশীদ খান জানান, আদালতের আদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।