• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে ছয় শতাধিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়ে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মাদ মারুফুর রশিদ খান।
৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৩শো জন পোলিং অফিসারসহ ৬শো তিনজন অফিসার এই প্রশিক্ষন কর্মশালায় প্রথম দিন থেকে অংশগ্রহন করে। এই কর্মশালা আগামী তিন ২ জানুয়ারী ২০২৪ইং তারিখ মঙ্গলবার শেষ হবে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এর সভাপতিত্ব প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। এছাড়া কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।