• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

নারীর হাড় ভালো রাখবে যেসব খাবার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

বয়স একটু বাড়তে শুরু করলেই নারীর হাড় দুর্বল হতে শুরু করে। এর ফলে নানা রকম সমস্যায় ভুগতে হয় তাকে। কিন্তু নারী মানেই কি হাড় দুর্বল হয়ে ক্ষয়ে যাওয়া? একথা কিন্তু সব সময় সত্যি নয়। প্রতিদিনের জীবনযাপনে নারীরা কিছু নিয়ম মেনে চলতে পারলে এই সমস্যা সহজেই এড়ানো যায়‌।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারী-পুরুষ সবারই হাড় দুর্বল হতে থাকে। তাদের নারীদের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা আগেভাগেই দেখা দেয়। কারণ তাদের হাড় দুর্বল হওয়ার নেপথ্যে বড় ভূমিকা থাকে হরমোনের। স্ত্রী হরমোন হাড়ের উপাদানে কুপ্রভাব ফেলে।

 

হাড় দুর্বল হতে থাকলে একটা সময় অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে থাকে। এই সমস্যার কারণে হাড় ক্ষয়ে যায়। এমনকী ভঙ্গুরও হয়ে যায়। তখন সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। নানারকম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যা।

নারীর হাড় ভালো রাখতে এবং এর বিভিন্ন সমস্যা দূর করতে প্রতিদিন পাতে কিছু পুষ্টিকর খাবার রাখা জরুরি। দুটি বিশেষ ধাতু হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সেই ধাতু সমৃদ্ধ খাবারই বেশি পরিমাণে খেতে হবে নারীকে।‌

 

প্রথম ধাতু হলো ক্যালসিয়াম।‌ এই ধাতু সমৃদ্ধ খাডার যেমন ডিম, দুধ বেশি পরিমাণে রাখতে হবে প্রতিদিনের খাবারের তালিকায়। এতে সুফল পাবেন দ্রুতই। কারণ এই খাবারের মধ্যেই থাকে ভিটামিন ডি যা হাড়কে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। তাই নিয়মিত এ ধরনের খাবার খেতে হবে।

অন্য একটি ধাতু হলো ম্যাগনেশিয়াম‌। এটি হাড়ের পাশাপাশি পেশি শক্ত রাখতেও সাহায্য করে। সেইসঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকরী। ম্যাগনেশিয়াম কীসে পাবেন? আপনি যদি নিয়মিত বাদাম, বিনস, সবুজ শাকসবজি খেয়ে থাকেন তবে আর চিন্তা নেই। কারণ এসব খাবারেই এই ধাতু বেশি পরিমাণে পাওয়া যায়‌।