• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

স্যানিটাইজারের চেয়ে অধিক কার্যকরী কাপড় কাচা সাবান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

ওষুধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, করোনার জীবাণু ধ্বংসে হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে অধিক কার্যকরী কাপড় কাচা সাবান।

করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার কিনতে ফার্মেসিগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়  সাধারণ মানুষের। হঠাৎ করেই ফার্মেসিতে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে সব কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার। ফলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বেশি দামে বিক্রি করায় দুই ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এছাড়া সব কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন। নির্ধারিত মূল্যের অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

তবে মো. মাহবুবুর রহমান বলেছেন, সবাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের পেছনে ছুটছে ফলে দামও বেড়ে যাচ্ছে। কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের থেকে কাপড় কাচার সাবান অধিক কার্যকরী কারণ এতে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে। তাই স্যানিটাইজারের পিছনে না ছুটে সাবানও ব্যবহার করা যেতে পারে।

এছাড়া তিনি মাস্ক নিয়ে বলেন, অতিরিক্ত মাস্ক ব্যবহার করতে গিয়ে ভাইরাস ছড়াচ্ছে আরও বেশি করে। মানুশ মাস্ক ব্যবহার করতে গিয়ে বারবার মুখে হাত দিচ্ছে। এর ফলে জীবাণু ছড়াচ্ছে অতি দ্রুত। তাই মাস্ক ব্যবহারও কমাতে হবে।