• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

হাত-পায়ে ঝি ঝি কেন ধরে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

হাত-পায়ে ঝি ঝি ধরার ঘটনা প্রায়ই দেখা যায়। কমবেশি আমাদের অনেকের সঙ্গে এই ঘটনা ঘটে। অনেকের ধারণা, শরীরের ওই অংশে রক্ত ঠিকমতো যাতায়াত করতে পারছে না।
কিন্তু সত্যিই কি সে কারণে ঝি ঝি ধরে যায় হাত-পায়ে? সাধারণত ঝি ঝি ধরে গেলে সেই অংশে কোনো সাড়া থাকে না। এমনকি ছুঁলেও টের পাওয়া যায় না।

অন্যদিকে ঝি ঝি ধরে যাওয়াকে পিনস অ্যান্ড নিডলসও বলা হয়। অর্থাৎ যেন মনে হয়, এক সঙ্গে অনেক পিন ফুটে গিয়েছে হাত -পায়ে। রক্ত চলাচল কমে গেলেই কি এমন অনুভূতি হয়?

বিশেষজ্ঞদের কথায়, এই অংশের স্নায়ুর ভূমিকাও রয়েছে। দেখা গিয়েছে, স্নায়ুগুলি অসাড় হয়ে পড়ে। সাধারণত স্নায়ু থেকে কোনও সাড়া মস্তিষ্কে পৌঁছায় না। সেই সাড়াই কিন্তু ব্যথা বা বেদনার অনুভূতি পৌঁছে দেয়।

এই অনুভূতি পৌঁছায় না বলেই কোনও সাড়া কাজ করে না। তবে প্রাথমিক ভাবে কিন্তু রক্ত চলাচল করে না বলেই ঝি ঝি ধরতে শুরু করে। এর পর স্নায়ুও ধীরে ধীরে অসাড় হতে শুরু করে।