• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

দাঁত দিয়ে নখ কাটা একটি রোগ, এর নাম ‘ডার্মাটোফ্যাগিয়া’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কম-বেশি অনেকেরই রয়েছে। গড়ে সাতজনের মধ্যে দুজনের এই সমস্যা দেখা যায়। দাঁতে নখ কাটা কি আদৌ খারাপ? আসল সত্যিটা হয়তো অনেকেই জানেন না।
আসলে নখের মধ্যে নানারকমের ময়লা ও ধুলোবালি লেগে থাকে। দাঁতে নখ কাটলে সেই ময়লা সরাসরি পেটে চলে যায়। এর থেকে রোগ হওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু দাঁত দিয়ে নখ কাটা কি কোনও রোগ?

বিজ্ঞানীরা কিন্তু এমনটাই বলছেন। তাদের কথায়, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আসলে একটি রোগ। রোগের নাম ডার্মাটোফ্যাগিয়া। এই রোগে আক্রান্তের হারও যথেষ্ট বেশি।

তবে এরই সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক টানাপোড়ন। বিশেষজ্ঞদের কথায়, মানসিক চাপ বেশি হলেই এমন কিছু অভ্যাসের দাস হয়ে পড়ে মানুষরা। এর পিছনে দুটো মানসিক সমস্যার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

একটি হল ইমপালস কন্ট্রোল ডিসঅর্ডার ও অন্যটি অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার। তবে সবার ক্ষেত্রেই এই সমস্যা দুটি দেখা দেবেই এমনটা নয়। বরং এক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।