• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

একসঙ্গে পর্দায় আসছে সালমান শাহ’র দুই ছবি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। অভিনয়ে এখনো ঘুরেফিরেই উঠে আসে তার কথা। মৃত্যুর দুই দশকের বেশি সময়েও সালমান শাহর শূন্যতা পূরণ হয়নি। এদিকে, এ নায়কের সর্বাধিক ছবিতে জুটি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। আজও সিনেপ্রেমীদের কাছে চর্চিত তারা। এ হিসেবেই সালমান শাহ ভক্তরা আয়োজন করেছে এই জুটির জনপ্রিয় দুটি সিনেমার প্রদর্শনী।
শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে দেখানো হবে সালমান শাহ-শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’। এক বিবৃতিতে টিম সালমান শাহর তরফে বলা হয়, ‘প্রিয় তারকা অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সবসময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড়পর্দায় সালমান শাহ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তারা চাইলে এই সুযোগে ঝকঝকে প্রিন্ট দেখে নিতে পারেন।’

জানা গেছে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ ছাড়া মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ প্রদর্শিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

এদিকে, চলচ্চিত্র দুটি উপভোগ করার জন্য কোনো টিকিট কাটতে হবে না। সালমান শাহ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন অমর নায়কের অসাধারণ এই দুটি চলচ্চিত্র।