• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ মে ২০২২  

শুধু ভারত নয়; সারা বিশ্ব মাতাচ্ছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’।  বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ব্রেক করে চলেছে এটি।

গত ১৪ এপ্রিলে মুক্তির পর মাত্র ১৫ দিনেই হাজার কোটি রুপি আয় করে ফেলেছে স্যান্ডেলউডের এই সিনেমা।

এমন সুসময়ে এলো কঠিন এক দুঃসংবাদ। ছবিটির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা মারা গেছেন।

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

তার অকাল প্রয়াণে  ‘কেজিএফ’ পরিবার শোকে স্তব্ধ।  সিনেপ্রেমীরাও শোকে বিহ্বল।

মোহন জুনেজা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘কেজিএফ ১’- এও ছিলেন তিনি।‘কেজিএফ ২’ তে তার অভিনয় নজরকাড়া ছিল। নিজের অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন দর্শকমহলে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন।  দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

প্রায় এক দশক ধরে তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন।  কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি ছড়িয়েছেন। 

একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন মোহন।  ‘চেল্লাটা’ ছবি দিয়ে বেশ পরিচিত পান তিনি।