• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে

চুয়েট-রুয়েট-কুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১২ জুন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে ২৪ এপ্রিল (শনিবার) সকাল ৯টা থেকে। অনলাইনে আবেদন চলবে ৮ মে (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ১২ জুন। 

এবারই প্রথম তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দিন-তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। সেই অনুযায়ী অনলাইনে আবেদনের লিংক (https://www.admissionckruet.ac.bd/)। 

মানবন্টন: এবার ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসহ, নগর ও পরিকল্পনা বিভাগ এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নাম্বারে পরীক্ষা হবে। ‘খ’ গ্রুপে প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগে ৭০০ নাম্বারের পরীক্ষা হবে। 

‘ক’ গ্রুপে গণিতে (উচ্চতর) ১৫ প্রশ্নে ১৫০ নাম্বার পদার্থবিজ্ঞানে ১৫ প্রশ্নে ১৫০, রসায়নে ১৫ প্রশ্নে ১৫০, ইংরেজিতে ৫ প্রশ্নে ৫০ নাম্বারে মোট ৫০০ নাম্বারে পরীক্ষা হবে। ‘খ’ গ্রুপে গণিতে (উচ্চতর) ১৫ প্রশ্নে ১৫০ নাম্বার, পদার্থবিজ্ঞানে ১৫ প্রশ্নে ১৫০, রসায়নে ১৫ প্রশ্নে  ১৫০, ইংরেজিতে ৫ প্রশ্নে ৫০ নাম্বার, মুক্তহস্ত অংকনে ২০০ নাম্বারসহ মোট ৭০০ নাম্বারে পরীক্ষা হবে।

প্রয়োজন ৩০ হাজার আবেদন: এবার আবেদন নেয়া হবে ৩০ হাজার। আবেদনের যোগ্যতা হিসেবে ২০১৭ অথবা ২০১৮ সালে মাধ্যমিক কিংবা সমমানে সর্বনিম্ন জিপিএ ৪.০০ এবং উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে আলাদা আলাদাভাবে জিপিএ ৫.০০ নিয়ে মোট গ্রেড ২০.০০ থাকতে হবে।

আবেদন ফি ও আসন সংখ্যা: ‘ক’ গ্রুপে আবেদন ফি ৯০০ টাকা, ‘খ’ গ্রুপে আবেদন ফি ১০০০ টাকা। চুয়েটে আসন ৯০১টি ও সংরক্ষিত ১১টি, কুয়েটে আসন সংখ্যা ১০৬৫টি ও সংরক্ষিত ৫টি এবং  রুয়েটে আসন ১২৩৫ টি ও সংরক্ষিত ৫টি আসন।