• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

শত বাধা উপেক্ষা করে পরীক্ষা দিচ্ছেন মাছুম

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  


শত বাধা উপেক্ষা করে জেএসসি পরীক্ষা দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী মো. মাছুম খান।
মাছুম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  ছাত্র। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি । 

সে দেবগ্রাম এলাকার শরীরিক প্রতিবন্ধী মো. মজিবুর রহমান ও শারমিন আক্তারের দ্বিতীয় ছেলে। 

মাছুম বলেন, আমি পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি কারো বোঝা হতে চাই না। এ জন্য আমি সবার কাছে দোয়া চাই। 

তার বাবা  মো. মুজিবুর রহমান বলেন, মাছুম ছোট বেলা থেকেই পড়াশুনার প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে। প্রতিবন্ধী হয়ে ও আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি  একজন   ক্ষুদ্র ব্যবসায়ী।  পৈতৃক সম্পত্তি বলতে দেড় শতক জায়গা ছাড়া কিছুই নেই। ঋণের উপর ক্ষুদ্র ব্যবসা করে দিনাতিপাত করছি। পড়াশুনার খরচ জোগাতে খুবই কষ্ট হচ্ছে। 

মা শারমিন আক্তার বলেন, অভাব অনটনের সংসার তাই ছেলেকে কোনো প্রাইভেট পড়াতে পারিনি। নিজের চেষ্টায় সে পড়াশুনা করছে। 

দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমান বলনে, মাছুম ভালো ছাত্র। নিয়মিত  স্কুলে আসতো সে। পড়াশুনায় যাতে কোনো প্রকার সমস্যা না হয় সব শিক্ষকরা তার প্রতি খেয়াল রাখত।