• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

আইপিওতে থাকছে না লটারি, আবেদন করলেই পাবেন শেয়ার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

২০২১ সালে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর ক্ষেত্রে লটারি পদ্ধতি উঠে যাচ্ছে। এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারে কমপক্ষে ২০ হাজার টাকা বিনিয়োগ না থাকলে আবেদন করা যাবে না। 

লটারির পরিবর্তে আবেদনের অর্থের আনুপাতিক হারে নিশ্চিত হবে আইপিও। সাধারণ বিনিয়োগকারীদের মতে, এর মাধ্যমে মৌসুমি আইপিও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও অনিয়ম কমে যাবে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইপিও প্রক্রিয়ার সংস্কারকে ইতিবাচক বলছেন বাজারসংশ্লিষ্টরা। নতুন বছরের ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ শেয়ার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলেন বা পরিচালনা করেন। তারা যেন সেখান থেকে বিরত থাকতে পারে সেটারও একটা সুযোগ আমরা সৃষ্টি করব। 

যেসব সক্রিয় বিনিয়োগকারী দু-একটা হিসাব চালানোতে লটারির মাধ্যমে আগে তেমন একটা প্রাথমিক শেয়ার পেতেন না, তারা আবেদন করলেই নিশ্চিত আইপিও পাওয়ার নিয়মকে বলছেন সময়োযোগী।

পুঁজিবাজারে আইপিও আবেদনের বিপরীতে একেকটি প্রতিষ্ঠানের শেয়ার লটের সংখ্যা ২০ থেকে ৩০ গুণ কম থাকায় বেশিরভাগ আবেদনকারীই পেতেন না।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন করবেন। প্রথমত, ওই বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে অর্থাৎ সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। দ্বিতীয়ত, আইপিও আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক ২০, ৩০, ৪০ হাজার টাকা করে চাঁদা জমা দিতে হবে। যেহেতু লটারি পদ্ধতি উঠে যাচ্ছে সেহেতু সব আবেদনকারী তার আবেদনের ভিত্তিতে শেয়ার বরাদ্দ পাবেন।