• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৪ জন নিহতের ঘটনায় মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহতের ঘটনায় ৩৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক গোলাগুলির ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চারজন নিহত হয়। এ ঘটনায় ৭ ডিসেম্বর ৩৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

জানা গেছে, ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর জি/৩ ব্লকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর ৩০-৪০ জন জড়ো হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়। দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছলে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ পরে তিনজনের মরদেহ উদ্ধার করে।

একই সময় রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর সি/৭৭ ব্লকে আরসার ১০ থেকে ১২ জনের একটি দল আবুল কাসেম নামে এক রোহিঙ্গাকে আরএসওর সোর্স সন্দেহে গুলি করে হত্যা করে।