• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

বেশী দামে পিয়াজ বিক্রি করায় গৌরনদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে পিয়াজ বিক্রি করায় বরিশালের গৌরনদীতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ ডিসেম্বর রাতে উপজেলার মাহিলাড়া বাজারের পিয়াজের দুটি আড়ৎতে নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে পিয়াজ বিক্রি করায় ৭হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.রফিকুল ইসলাম।

একতা ষ্টোরের মালিক সামচুল আলমকে ৫হাজার টাকা ও বারেক স্টোরের মালিক বারেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা করে তাদের প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। পরবর্তীতে এর চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিচারক।

এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার ও উপজেলা সহকারী কমিশনার অফিসের পেশকার শিপন মিয়াসহ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.রফিকুল ইসলাম বলেন, এক রাতের মধ্যে পিয়াজের বাজার দ্বিগুন হয়ে গেছে। যার কারনে বাজার নিয়স্ত্রনে রাখার জন্য সরকারের নিদেশে প্রাথমিক ভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে এর চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।