• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ময়মনসিংহে বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে আওয়াল নামে শ্রমিকদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃত মো. আউয়ালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নান্দাইল মডেল থানায় মামলাটি করেন এসআই রুবেল মিয়া। ঐ মামলায় বিএনপির ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে আওয়াল নামে শ্রমিকদলের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আউয়ালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।