• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

কমিটিতে পদের আশায় চসিকের গাড়িতে আগুন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

চট্টগ্রাম নগরীতে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটিতে পদ পেতে ওই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) আলী হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ওই যুবকের নাম মো. সেলিম জসিম (৩২)। তার বাড়ি ডবলমুরিং থানার পশ্চিম ঝর্ণা পাড়া এলাকায়। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আলী হোসেন বলেন, ‘গত ৩ ডিসেম্বর ডবলমুরিং থানার বারকোয়ার্টার পীর আলী শাহ মাজারের বিপরীতে হোসেন মঞ্জিলের পাশে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আসামিদের ধরতে অভিযানে নেমে পড়ি।’

‘আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন একটি মোটরসাইকেলে করে দুইজন এসে ওই গাড়িতে আগুন দেয়। নিজেদের পরিচয় গোপন করতে তারা শরীরে চাদর ও মুখে মাস্ক পড়েছিল। পরে এক প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করি।’

গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক দলের থানা কমিটিতে পদ পেতে সেলিম এ কাজ করেছে বলে জানিয়েছে। সেই গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই মোটরসাইকেল চালকের নাম জাহাঙ্গীর বলে সে জানিয়েছে। তার বাড়ি টেকনাফে। তাকে ধরতেও আমাদের অভিযান চলছে। সেলিমের নামে এর আগেও ডবলমুরিং ও হালিশহর থানায় ২০১৮ সালের দুইটি নাশকতার মামলা আছে।’

গ্রেফতার সেলিম বলেন, ‘আমি রংমিস্ত্রির কাজ করি। ছোটবেলা থেকেই আমি বিএনপির রাজনীতি করি। ঘটনার দিন সন্ধ্যায় জাহাঙ্গীর আমাকে কল দিয়ে গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা জানায়। তার সঙ্গে আমার কাজির দেউড়িতেই পরিচয়। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে তার সঙ্গে দেখা হত। এর আগেও আমার নামে দুইটি মামলা আছে। স্বেচ্ছাসেবক দলে ওয়ার্ড কমিটিতে আমার পদ হবে ইনশাল্লাহ।’