• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

তফসিলের প্রতিবাদে জামাত-শিবিরের মিছিল থেকে ৭ জন গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

বরিশালের উজিরপুরে তফসিল ঘোষনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে জামাত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করার সময় পুলিশ তাদের মিছিল পন্ড করে দিয়ে ৭ জনকে গ্রেফতার করেছেন। ত্রঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যায় পরে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে জামাত-শিবিরের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদের নেতৃত্বে ঘটনাস্থলে এসে ধাওয়া করে তাদের মিছিল পন্ড করে দিয়ে ৭ জামাত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে।

তারা হলেন, উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত.মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম(২১), মো.মোক্তার হোসেন সিকদারের ছেলের গোলাম কিবরিয়া(২৫), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির(২০), একই গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম(১৭), খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২২), বরিশাল সদর থানার হারুন আর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান(২১), বাগেরহাট জেলার মৃত.মাসুম বিল্লাহ’র ছেলে সাঈদ হাওলাদার (২৫)কে গ্রেফতার করেন পুলিশ।

এঘটনায় উজিরপুর মডেল থানার এসআই মেদেহী হাসান বাদী হয়ে ১৬ নভেম্বর রাতে তাদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো.জাফর আহম্মেদ বলেন, নির্বাচন কমিশনের তফসিলের প্রতিবাদে জামাত-শিবিরের নেতা-কর্মীরা নতুন শিকারপুর সামক স্থানে প্রতিবাদ মিছিল করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের মিছিল পন্ড করে জামাত-শিবিরের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।