• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার চেষ্টা, আটক ২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী সোহাগ মিয়াকে (৪৫) শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছেন এক স্ত্রী। ওই সময় স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) ভৈরবের কমলপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্বামী সোহাগ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পারভীন বেগম (৩০) ও তার পরকীয়া প্রেমিক আলামিন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

জানা গেছে, সোহাগ মিয়া জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল গ্রামের খয়ের মিয়ার ছেলে। পরিবার নিয়ে ভৈরবের কমলপুর উলাকিয়া হাটির লাল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তার একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

আটক আলামিন মিয়া ভৈরব পৌর এলাকার গাছতলা ঘাটের মকবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে স্বামী সোহাগ মিয়ার ভাড়া বাসায় পরকীয়া প্রেমিক ও স্ত্রী তাকে মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় তাকে। এ সময় সোহাগ মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে। আর অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরভি আক্তার জানান, রোগীর অবস্থা খুবই খারাপ। সঙ্গে কোনো লোকজন নেই। তাকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো জরুরি।

এ বিষয়ে ভৈরব থানার এসআই শহিদুর রহমান বলেন, অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।