• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

বরিশালে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে বরিশালের গৌরনদীতে বেঙ্গল বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাজারে পাশে এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বরিশাল শিল্প নগরী (বিসিক) থেকে বিস্কুট নিয়ে সিলেটের মৌলভীবাজারে যাচ্ছিলাম। বাটাজোর বাজারে পাশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ৬/৭ জন লোক আমার গাড়ি থামায় এবং আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বেঙ্গল বিস্কুট কোম্পানির ওই কাভার্ডভ্যান বিস্কুট নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকার কবি বাড়ির সামনে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে ওই কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, কিছু লোক পেট্রল মেরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমাদের একটি দল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কাভার্ড ভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের ক্ষতি বেশি হয়নি।