• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

হরিণের মাংস খাওয়াতে গিয়ে মামা-ভাগনে জেলে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ মে ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগরে ১২ কেজি হরিণের মাংসসহ মামা ও ভাগনেকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (৮ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও তার মামা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজাদ হোসেন (৩৫)।

বাধঘাটা গ্রামের রবিউল ইসলাম, তিনি বেসরকারি একটি বীমা কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কর্মরত। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হরিণের মাংস খেতে চেয়েছিলেন। সোমবার দুপুরে ওই কর্মকর্তাদের নিজ বাড়িতে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া হয় মামা আজাদ হোসেনকেও। সোমবার সকালে তিনি কালিগঞ্জ থেকে কেজি প্রতি ৮০০ টাকা দরে ১২ কেজি মাংস কেনেন। এর কিছুক্ষণ পর খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাকে ও তার মামাকে গ্রেফতার করে।

শ্যামনগর উপজেলা ভেটেনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস জানান, জব্দ করা মাংস পরীক্ষা করে হরিণের বলে নিশ্চিত হওয়া গেছে।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন আইনে মামলা করেছে। তাদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।