• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

মালয়েশিয়া পাচারকালে ৬ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ মে ২০২১  

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ছয় রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দালালকে আটক করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সোমবার (১০ মে) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ৬ রোহিঙ্গার মধ্যে ২ শিশু ও ৪ নারী রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

আটক দালাল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার আলী চাঁদের ছেলে নুরুল আমিন (৩০) বলে জানান ওসি।

ওসি হাফিজুর আরো বলেন, বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এ খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও এক দালালকে আটক করা হয়।

ওসি বলেন, ৬ রোহিঙ্গা উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মতো  উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।