• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরী ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

কুমিল্লার দেবীদ্বারে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) মঙ্গলবার তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ মিলেছে। পুলিশ মাওলানা বদিউল আলম মুন্সী (৫২) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিশোরী অভিযুক্তের নিকট আত্মীয় ও তাদের জমি নিয়ে বিরোধ আছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

সূত্র জানায়, অভিযুক্ত মাওলানা বদিউল আলম মূন্সী রাজামেহার ফাজিল মাদরাসার শিক্ষক। তিনি রাজামেহার গ্রামের মৃত: কফিল উদ্দিন মুন্সীর ছেলে। প্রতিবেশির প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বদিউলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে কিশোরীর মা দাবি করেছেন। এ বিষয়ে মাওলানা বদিউল আলম মুন্সীকে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা হয়েছে।

কিশোরীর মা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিনি রাজামেহার বাজারে যান প্রতিবন্ধী মেয়েকে বাড়ি রেখে। বেলা সাড়ে ১১টায় ফিরে দেখতে পান মেয়ে বিবস্ত্র এবং ঘর থেকে দৌড়ে পালিয়ে যান বদিউল।

এ বিষয়ে মামলা গ্রহণের পর দেবীদ্বার থানা পুলিশ বুধবার সকালে মাওলানা বদিউল আলম মুন্সীকে নিজ বাড়ি থেকে আটক করে।

রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম সরকার বলেন,’অভিযুক্ত বদিউল আলম মুন্সী ধার্মিক লোক। তার সাথে জমিজমা নিয়ে বিরোধ আছে কিশোরীর মায়ের। মামলার বাদিকে নানা অপরাধে একাধিকবার সালিসে সাজা দেয়া হয়েছে। এজন্য তার অভিযোগ বিশ্বাস করা কঠিন। তবে সবকিছু নির্ভর করছে ঘটনার তদন্তের উপর।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠুন সিংহ বলেন, ‘বাদির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্তে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মূহূর্তে ঘটনার ব্যাপারে কোনও মন্তব্য করা সম্ভব নয়।’