• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

উজিরপুরে ৮ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

বরিশালের উজিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ৮ লক্ষ টাকা। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৪ মে দুপুর থেকে বিকেলে ৬টা পর্যন্ত উজিরপুর উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খানের আদালত অভিযান চালিয়ে অবৈধ ৭টি বেহুন্দী, ৯টি চরঘেরা জাল ও ১০হাজার মিটার কারেন্ট জালসহ দেড়লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ৮লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জাল নদীর পাড়ে বসে সন্ধ্যার পরে পুড়িয়ে ফেলা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, থানার এসআই সুব্রত দাস ও আনসার সদস্যসহ প্রমুখ।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে দেড় লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ৮লক্ষ টাকা। অবৈধ জালের ব্যাপারে প্রতিদিনই অভিযান চলমান থাকবে।