• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

গৌরনদীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইজন ফল ব্যবসায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। ফলে অতিরিক্ত মূল্য নেয়ায় ২০ মার্চ বিকেল সাড়ে ৩টায় উপজেলার আশোকাঠী ও গৌরনদী সদরের ভ্রাম্যমান আদালতের বিচারক এবং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান এ অভিযান চালিয়ে জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বিভিন্ন ধরনের ফলে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে আশোকাঠী ফল ব্যবসায়ী সিরাজ মিয়াকে ৫হাজার টাকা ও গৌরনদী সদরের ফল ব্যবসায়ী সুমন ঘরামীকে ৫ হাজার টাকাসহ দুইজন ফল ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, গৌরনদী মডেল থানার এসআই সরোয়ার আহসান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, রমজান মাস উপলক্ষে প্রশাসনের নিত্যপন্যের বাজার প্রতিদিনই মনিটরিং করার নিদের্শ রয়েছে। তার পরেও অফিসের কাজ শেষে এই বাজার মনিটরিং করা হচ্ছে। অভিযান চলমান থাকবে।